ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রামু থেকে পাচার কালে চট্টগ্রামে দুটি দেশিয় তৈরি বন্ধুকসহ দু’নারী আটক

aaaaএম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ॥

কক্সবাজারের রামু ঈদগড় থেকে নোয়াখালী পাচার কালে দুটি দেশিয় তৈরি এক নলা বন্ধুকসহ দুই নারীকে আটক করেছে চট্টগ্রামের আকবর শাহ থানা পুলিশ।

২০ জুন সোমবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম নগরীর সিটি গেইট আলমাস সিএনজি ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কক্সবাজার শহরের উত্তর রুমালিয়া এলাকার মৃত বেলালের স্ত্রী আনোয়ারা (৩৫) ও কক্সবাজার সদরের ইসলামপুর এলাকার মঞ্জুর আলমের স্ত্রী মনোয়ারা (৪৫)।

আকবর শাহ থানার অফিসার ইনচাজ (ওসি ) সদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, আকবর শাহ থানার সিটি গেটের আলমাস সিএনজি ফিলিং স্টেশন এলাকায় যানবাহন তল্লাশির সময় অস্ত্রসহ দুই নারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশীয় তৈরি অস্ত্র দুটি কক্সবাজার জেলার রামু থানাধীন ঈদগড় এলাকা থেকে নোয়াখালীর জনৈক শামসুর কাছে নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে।

এ ব্যাপারে অস্ত্র আইনে দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

পাঠকের মতামত: