সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারের রামুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শুভ সূচনা করেছেন খুনিয়াপালং এবং রশিদনগর ইউনিয়ন ফুটবল একাদশ। শনিবার ৭ সেপ্টেম্বর সকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে দুটি খেলা অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠিত খেলায় খুনিয়াপালং ইউনিয়ন একাদশ ৩-০ গোলে রাজারকুল ইউনিয়ন একাদশকে পরাজিত করে। বিকাল ৪টায় একই মাঠে অনুষ্ঠিত হয় খেলায় রশিদনগর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে জোয়ারিয়ানালা ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
এরআগে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। এতে সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাউদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) চাই থোয়াইহলা চৌধুরী, রামু কলেজের অধ্যক্ষ আবদুল হক, রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, রশিদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি শাহ আলম, খুনিয়াপালং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আলম সুলতান প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কন্ঠশিল্পী মানসী বড়–য়া।
পাঠকের মতামত: