ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মালুমঘাট বাজারস্থ আগর বাগান দখল চলছে পালাক্রমে : কর্তৃপক্ষ নিরব

SAM_0128_2চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের আওয়তাধীন ডুলাহাজারা বিট অফিস সংলগ্ন মালুমঘাট বাজারস্থ আগরবাগান দখল অব্যাহত রেখেছে। ক্রমান্নয়ে দখলবাজরা সেখানে নির্মাণ করছে দোকান, বসতবাড়ী, ক্লাবঘর সহ বিভিন্ন স্থাপনা। রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দীন দখলবাজদের সাথে যোগসাজস থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।

ডুলাহাজারা বিট অফিসের আওয়তাধীন মালুমঘাট বাজারের লাগোয়া রয়েছে আগর বাগান। উক্ত আগর বাগান দখল করে সেখানে দখলবাজরা প্রথমে মজুদ করে রাখে ইট, কংকর ও বিভিন্ন ভাঙ্গারী মালামাল । পরে এই সব দখলবাজরা রেঞ্জ অফিসারকে বশে নিয়ে সেখানে নির্মাণ করে সেমি পাঁকা দোকান, বসতবাড়ী ও ক্লাবঘর। এইভাবেই আগরবাগানের অধিকাংশ জায়গা সম্প্রীতি দখল হয়ে গেছে। এমনকি চকরিয়া পৌরসভাধীন কতিপয় কয়েকজন লোকজনের নেতৃত্বে গত এক সপ্তাহ পূর্ব থেকে চা-বাগান রোডে ২টি দোকান ঘর নির্মাণের কাজ শুরু করেছে। এছাড়া চা-বাগান রোডের দক্ষিণ পাশের জায়গা দখল করে ২টি ঘর নির্মাণ শুরু করেছে স্থানীয় প্রভাবশালী মহল। যেভাবে দখল কাজ অব্যাহত রেখেছে তাতে সংশ্লিষ্ট প্রশাসন জরুরী ব্যবস্থা না নিলে পুরো আগর বাগান চলতি বছরে দখল হয়ে যাবে। না প্রকাশে অনিচ্ছুক মালুমঘাট বাজারে ব্যবসায়ী জানান, রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দীন যোগদানের পর থেকে দখল প্রক্রিয়া বেড়ে গেছে। অপরদিকে জসিম উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারী বাগান রক্ষা করার জন্য তিনি চেষ্টা করলেও প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের লোকজনের প্রভাবে তিনি দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না।

 

পাঠকের মতামত: