ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

মারা গেলেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক

সিএন ডেস্ক :: দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

জনকণ্ঠের একাধিক রিপোর্টার জানান, তার শ্বাসকষ্টজনিত সমস্যা হয়েছিল। প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ফেসবুক পোস্টে তার মৃত্যুর কথা জানান।

১৯৯৩ সালে মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মালিকানায় দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশিত হয়। তিনি পত্রিকাটির সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক।

দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক জানিয়েছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, মৎস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম শোক প্রকাশ করেছেন।

পাঠকের মতামত: