ঢাকা,মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

অশ্রুসিক্ত নয়নে চিব বিদায়

শিক্ষাগুরু মাষ্টার সাইফুল ইসলামের জানাযায় শোকাহত মানুষের ঢল 

অশ্রুসিক্ত নয়নে চিব বিদা

শিক্ষাগুরু মাষ্টার সাইফুল ইসলামের বিদায়

কাদের ::. চকরিয়া :চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক, চকরিয়া উপজেলা জামায়াতের প্রবীণ রুকন( সদস্য) মাষ্টার সাইফুল ইসলামকে(৭৫) অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় জানালেন ছাত্র-সহকর্মী ও রাজনৈতিক সাথীরা । মরহুম সাইফুল ইসলামের জানাযা প্রথম দফায় মঙ্গলবার(১০ ডিসেম্বর) সকাল ৭টায় ঢাকায় আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের ইমামতিতে অনুষ্ঠিত হয় । দ্বিতীয় দফায় জানাযা নিজ গ্রাম চকরিয়া পৌরসভার তরছপাড়া ইবতেদায়ী মাদ্রাসার মাঠে চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের ইমামতিতে অনুষ্ঠিত।

জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক , কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ। চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, মরহুমের একমাত্র সন্তান এবিএম মহিউদ্দিন  । আরো উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুর,পৌর সহকারী সেক্রেটারী মাওলানা জামাল হোছাইন নুরীসহ  শত শত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা জানাযায় উপস্থিত ছিলেন জানাযাপূর্ব সমাবেশে বক্তারা বলেন, মরহুম সাইফুল ইসলাম ইসলামী আন্দোলনের একনিষ্ঠ দায়ী, দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য গুণিজন তৈরি করেছেন । ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে রাহবারের ইন্তেকালে সত্যিই এক অপূরণীয় ক্ষতি হলো। বক্তারা আরো বলেন, ইসলামী আন্দোলনকে বেগবান করতে এই শোককে শক্তিতে পরিণত করতে হবে।

পাঠকের মতামত: