ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

মানুষকে ধর্ম দিয়ে বিচার করার চেতনায় বিশ্বাসী আমি নই -জেলা প্রশাসক

বলরাম দাশ অনুপম :: জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেছেন-মানুষকে ধর্ম দিয়ে বিচার করার চেতনায় বিশ্বাসী আমি নই। সকল ধর্মের মানুষ আমার কাছে সমান। সেই চিন্তা-চেতনা থেকেই মানুষের সেবা করার চেষ্টা করেছি।

রবিবার সকালে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ট্রাস্টি বাবুল শর্মার পরিচালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুস্টিত উক্ত সংর্বধনা সভায় বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাং শাহাজান আলী, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর রাজ বিহারী দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ, অধ্যক্ষ অজিত দাশ, উদয় শংকর পাল মিঠু, স্বপন পাল, বিপুল সেন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক শর্মা দীপু, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত পাল বিশু, শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ মন্দিরের সাধারণ সম্পাদক ডাঃ চন্দন কান্তি দাশ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, ইসকন মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস। উপস্থিত ছিলেন-জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক স্বরুপম পাল পান্জু, জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা এডভোকেট দীলিপ ধর, সাংবাদিক বলরাম দাশ অনুপম, এডভোকেট উজ্জ্বল দাশ, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, উখিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রবীন্দ্র দাশ রবি, জগদাদ্ধী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী পাল। এতে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন গোলদিঘীর পাড়স্থ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ অাশ্রমের প্রধান পুরহিত বিশ্বনাথ বন্দোপ্যাথায়।

অনুস্টানের শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন একই আশ্রমের সহকারী পুরহিত প্রিয়তোষ কান্তি দে। পরে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনকে বিদায় সংর্বধনা দেয়া হয়।

পাঠকের মতামত: