ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

মাতারবাড়ীতে যুবলীগ নেতার লাথিতে এক বৃদ্ধের মৃত্যু

সরওয়ারর কামাল মহেশখালী ::   মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে বাড়িরর সীমানা জের ধরে যুবলীগ নেতা দোলোয়ারের লাথিতে পেটান আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।১২ই এপ্রিল দুপুর ২ টায় মাতারবাড়ী ইউনিয়নের তিতা মাঝি পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পেটান আলী একই গ্রামের মৃত নজির আহমদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশি ইউনিয়ন যুবলীগের নেতার এক খন্ড জমিতে নিহত ভিক্ষুক বসবাস করে আসছেন। কিন্তু নিহত বৃদ্ধ বসত ভিটায় পাইপের পানি চলাচলের জন্য একটি গর্ত করতে চাইলে ওই যুবলীগ নেতা বাঁধা দেয়। ফলে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পেটান আলীকে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই পেটান আলী মারা যান। তিনি মৃত্যুবরণ করলে ওই যুবলীগ নেতা গ্রেফতার এড়াতে ঘটনাস্থল থেকে সটকে পড়েছেন বলে এলাকাবাসীর সূত্রে জানাযায়। মহেশখালী থানার (ওসি ) প্রভাষ চন্দ্র ধর জানান, এই ঘটনায় জড়িত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: