ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

মাতামুহুরী নদীর পাড়ে মিলল যুবকের লাশ

লামা সংবাদদাতা ::  বান্দরবানের লামায় মাতামুহুরী নদীর পাড়ে মিঠুন দাশ (৩০) নামের এক যুবকের লাশ পাওয়া গেছে। আজ শনিবার (১৩ মার্চ) সকাল ৭টায় স্থানীয় লোকজন নদীর পাড়ে লাশটি দেখে পুলিশকে খবর দেয়।

নিহত মিঠুন দাশ লামা পৌরসভার নয়াপাড়া মিশনঘাট এলাকার শংকর দাশের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিভাবে মিঠুন দাশ মারা গেছে আমরা জানি না। তবে সে লামা বাজারে সেলুনে কাজ করতো।

বিষয়টি নিশ্চিত করে লামা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা বলেন, মিঠুন দাশের বাড়ি থেকে ৫০ ফুটের মধ্যে নদীর পাড়ে তার লাশটি পাওয়া গেছে। সে কিভাবে মারা গেছে বলতে পারছি না।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‌‘ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।’

পাঠকের মতামত: