ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে বজ্রপাতে নিহত-১ আহত ১

 সরওয়ার কামাল, মহেশখালী ::  মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে বজ্রপাতে ১জনের মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে আজ ১লা জানুয়ারী সকাল ৯ টায় বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিমে লবণ মাঠে কাজ করার সময় গুডি গুডি বৃষ্টিতে বজ্রপাতে হলে মুহুর্তের মধ্যে বজ্রপাতর অাঘাতে পূর্ব ফকিরাঘোনা এলাকার মৃতু মোহাম্মদ গোলাল সোলতান এর পুত্র আহমদ কবির (২৫) বজ্রপাতের আঘাত প্রাপ্ত হয়ে লবন মাঠে পড়ে যায়।

লবণ মাঠের পার্শ্ববতি কর্মরত লোকজন দ্রুত তাকে মহেশখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । অপর দিকে একই ইউনিয়নের মাহারা পাড়া গ্রামের হারুন মিয়ার পুত্র নুরুল অালম স্থানীয় বুলুর বর হারাংখালী ঘোনার লবণ মাঠে গুরুত্বর অাহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে । এদিকে হঠাৎ দূর্ঘটনা কবলে পড়ে মৃত ব্যক্তির গ্রামে শোকের ছায়া নেমে এসেছে ।

পাঠকের মতামত: