ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

মহেশখালীর ১১ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত

মহেশখালী প্রতিনিধি ::
মহেশখালীতে সর্বোচ্চ ১১টি শিক্ষা প্রতিষ্ঠানকে এবারে এমপিওভুক্ত করেছে শিক্ষামন্ত্রণালয়।
প্রতিষ্ঠানগুলো হলো- মহেশখালী ডিগ্রি কলেজ, কালারমারছড়া মইনুল ইসলাম আলিম মাদ্রাসা, কুতুবজোম অফসোর হাই স্কুল, কুতুবজোম তাজিয়াকাটা সুমাইয়া দাখিল মাদ্রাসা, বড় মহেশখালী মহিলা দাখিল মাদ্রাসা, ছোট মহেশখালী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়, কালারমারছড়ার উত্তর নলবিলা হাই স্কুল, মাতারবাড়ি আর্দশ পাবলিক স্কুল, হোয়ানক আর্দশ বিদ্যাপিঠ, হোয়ানক বালিকা বিদ্যালয় ও বড় মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের ভোকেশনাল শাখা।

এই প্রসঙ্গে মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ¦ আশেক উল্লাহ রফিক বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক বড় বড় উন্নয়ন প্রকল্প মহেশখালীতে চলমান রয়েছে সেই লক্ষে শিক্ষা বান্ধক একটি উপজেলা গড়ে তুলতে মহেশখালীতে রের্কড সংখ্যক প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়েছে, তায় আমরা দ্বীপ বাসী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

বাংলাদেশের কোন উপজেলায় এত বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। তায় দ্বীপবাসী প্রধান মন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি ও মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিকের কাছে কৃতজ্ঞ।

এদিকে বিগত ১০ বছর পর এমপিও ভুক্ত চালু হওয়ায় বর্তমান সরকারের জনপ্রিয়তা বেড়েছে শিক্ষামহলে। মহেশখালী দ্বীপে এতবেশি শিক্ষা প্রতিষ্ঠান এক সাথে কখনও এমপিওভুক্ত হয়নি। প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে চলছে আনন্দ উল্লাস।

পাঠকের মতামত: