ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে করোনা ভাইরাস ইস্যু দ্রব্যমূল্যের উর্ধগতি ঠেকাতে মোবাইল কোর্ট অভিযান

সরওয়ার কামাল মহেশখালী ::

মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা, ২৩ই মার্চ বিকাল ৩ টায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজারে করোনা ভাইরাস ইস্যুতে দ্রব্যমূল্যের উর্ধগতি ঠেকাতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় অতিরিক্ত দাম রাখার দায়ে ২টি মাংসের দোকান, ০১টি মুদির দোকান, ১টি চালের দোকান সহ ৪টি দোকানে মোট ৩৫ হাজার টাকা জরিমানা এবং অন্য দোকানদারদের’কে সতর্ক করা হয়। এমন সময় সাথে ছিলেন,সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের সহকারী শিমুল সহ মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট।পাশাপাশি কমিউনিটি সেন্টার গুলোকে সরকার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোন ধরনের অনুষ্ঠান আয়োজন না করতে বলা হয়।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা।

পাঠকের মতামত: