ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

ভোটের এতো বেশি ব্যবধান গবেষণা করে দেখা উচিত -সংবাদ সম্মেলনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

সংগৃহীত ছবি

নিউজ ডেস্ক ::

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জয় পরাজয়ে ভোটের এতো বেশি ব্যবধান গবেষণা করে দেখা উচিত। আজ মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচনে জয় পরাজয়ে ভোটের ব্যবধান এতো বেশি কেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘এই কারণ আমি বলতে পারব না, তবে এতো ভোটের ব্যবধান কেন হলো, এটা নিয়ে একটা গবেষণা হতে পারে। এটা গবেষণা করে দেখা উচিত।’

এ সময় নির্বাচনী সহিংসতায় নাগরিকদের নিহতের বিষয়ে কমিশনের কাছে কী তথ্য আছে? জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘যে মানুষগুলো সহিংসতায় মারা গেছেন, আমরা তাদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি। নির্বাচন কমিশনকে চিঠি দিব। তারা এসব বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করে তাও জানব। আমরা কমিশনের পক্ষ থেকেও তদন্ত করব।’

নির্বাচনের নানা বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনে সারা দেশ থেকে আসা মোট ৫২টি অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘বেশিরভাগ অভিযোগ ভয়-ভীতি প্রদর্শন, ভোট না দিতে বাধা প্রদান, এ রকম আসছে। এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সচিবকে বলা হয়েছে।’

দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও সহিংসতা কম হয় কিনা জানতে চাইলে কাজী রিয়াজুল হক বলেন, ‘কোন মৃত্যুই কাম্য না। তবে এ যাবৎ যত নির্বাচন হয়েছে ১৯৯১ সাল থেকে সেগুলোর তুলনায় এবার সহিংসতার হার কম। তাই দলীয় সরকারের অধীনেও অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

এ ছাড়াও রাজধানীর গুলশান, খিলগাঁও, বনানী ও বেইলি রোডের ভোটকেন্দ্র পরিদর্শনে ঐক্যফ্রন্টের এজেন্ট দেখা ও নিজের অভিজ্ঞতার বিষয়ে কথা বলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কয়েকটি কেন্দ্রে তাদের এজেন্ট দেখেছি, কিছু কেন্দ্রে এজেন্ট দেখিনি। গুলশানের একটি কেন্দ্রে আমি তাদের এজেন্ট পাইনি। তবে বনানী ও বেইলি রোডে তাদের এজেন্ট ছিল।

পাঠকের মতামত: