নিউজ ডেস্ক ::
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা মুসলিম রোহিঙ্গাদের একটি প্রত্যন্ত দ্বীপে সরিয়ে নেয়ার পরিকল্পনা স্থগিত করেছে বাংলাদেশ। কর্মকর্তারা সোমবার জানান যে মিয়ানমার সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রবল প্রতিবাদের মুখে পরিকল্পনটি স্থগিত করা হয়।
ভাসান চরে ১০০,০০০ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার জন্য বাড়িঘর নির্মাণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ অক্টোবর এই বসতি উদ্বোধন করবেন বলে কথা ছিলো। দ্বীপটি প্রাকৃতিক দুর্যোগের কাছে অসহায় বলে হুশিয়ারী উচ্চারণের পরও পরিকল্পনাটি নিয়ে এগিয়ে যায় বাংলাদেশ।
তবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানান যে আবাসন প্রকল্প উদ্বোধনের কাজ স্থগিত করা হয়েছে। এই প্রকল্পের পেছনে ব্যয় হচ্ছে ২৮০ মিলিয়ন মার্কিন ডলার।
বিস্তারিত না জানিয়েছে লে. কর্নেল আলমগীর কবির এএফপি’কে বলেন, ‘আমরা শিগগিরই নতুন তারিখ ঘোষণা করবো।’
২০১৫ সালে এই পরিকল্পনা নেয়া হয় এবং এটি ইতোমধ্যে নির্ধারিত সময়ের চেয়ে অনেক পিছিয়ে গেছে।
পাঠকের মতামত: