ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

ভাষার জন্য আত্মহুতি দেয়া জাতিকে কোন অপশক্তি দমিয়ে রাখতে পারবে না……শাহজাহান চৌধুরী

ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ ::6

টেকনাফ উপজেলা যুবদলের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও প্রতিনিধি সভা উপজেলা যুবদলের আহবায়ক এড. মুহাম্মদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিঃ যুগ্ন-আহবায়ক মোহাম্মদ কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ জননেতা শাহজাহান চৌধুরী বলেন, মাতৃভাষার অধিকার আদায়ের জন্য বাংলাদেশের দামাল ছেলেরা প্রাণ দিয়েছে সেই জাতি গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের

জন্য রাজপথ রক্তে রঞ্জিত করতে দ্বিধাবোধ করবে না। পুলিশি রাষ্ট্র কায়েম করে ও দলীয় লোকদের নির্বাচন কমিশনে বসিয়ে ইতিহাসের নিকৃষ্ট নির্লজ্য নির্বাচন দেশের মুক্তিকামী জনতা সফল হতে দেবে না।

অমর একুশের টেকনাফ উপজেলা যুবদলের আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন-  টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি জাফর আলম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ। বক্তব্য রাখেন- হ্নীলা উত্তর শাখা বিএনপি সভাপতি ও যুবদলের আহবায়ক আবছার কামাল নোবেল, টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক যথাক্রমে জালাল উদ্দিন, জামাল ছাদেক, আবুল কালাম সিকদার, টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিন, টেকনাফ উপজেলা যুবদলের সদস্য যথাক্রমে রফিকুল আলম চৌধুরী,  রহমত উল্লাহ রানা, আব্দুল মাজেদ রায়হান, লোকমান হাকিম, টেকনাফ সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ তাহের, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, হ্নীলা দক্ষিণ শাখা যুবদলের আহবায়ক ছৈয়দুল আমিন প্রিম, সদস্য সচিব নাসির উদ্দিন রাজ, বাহারছড়া উত্তরের সভাপতি মোঃ ইলিয়াছ, সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সরওয়ার, হ্নীলা উত্তর শাখা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম অপি, আশরফ আলী মিয়া হারুন রশিদ, মুরাদ হোসাইন,আহমদ ইলিয়াছ, সরওয়ার, আব্দুল্লাহ, হ্নীলা দক্ষিনের সিঃ যুগ্ন আহবায়ক সেলিম সর্দার, সোনা মিয়া, মুহাম্মদ সেলিম, মোঃ আলম, সাবরাং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহেদ হোসাইন মাহমুদ, সিঃ যুগ্ন-আহবায়ক একরামুল হক, জিয়াউর রহমান জিয়া, শাহপরীর দ্বীপ যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল্লাহ, রেজাউল করিম রেজু, হেলাল উদ্দিন, বাহারছড়া দক্ষিণ যুবদলের সিঃ যুগ্ন-আহবায়ক আব্দুল আজিজ, সদস্য সচিব আহমদ হোসেন, যুগ্ন সদস্য সচিব হোছন আহমদ, নুরুল কবির, জসিম উদ্দিন, হোয়াইক্যং উত্তরের যুবদলের আহবায়ক মোঃ ফরিদ, আব্দুল কুদ্দুস, রফিক রাসেল, আনোয়া, রবি আলম, হোয়াইক্যং দক্ষিণ যুবদলের আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব শামশুল আলম, রিফাত জাকরিয়া সহ ইউনিয়ন প্রতিনিধিগণ।

এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা যুবদলের সভাপতি আহসান উল্লাহ মনি, সিঃ সহ-সভাপতি সাইফুর রহমান সিকদার, সাধারণ সম্পাদক রফিক, সাংগঠনিক সম্পাদক সাবিদ, যুবনেতা এড.রশিদুল আলম চৌধুরী।

পাঠকের মতামত: