ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

বৃহস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক ::

উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বৃহস্পতিবার (০২ আগস্ট) দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার (০১ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন।

শিক্ষামন্ত্রী বলেন, গাড়িচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রোববার (২৯ জুলাই) রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে নয় দফা দাবি বাস্তবায়নে সড়ক অবরোধ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। তাদের এ আন্দোলনে ছড়িয়ে পড়েছেন রাজধানীসহ পাশ্ববর্তী বড় শহরে। এতে গত চারদিন ধরে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

পাঠকের মতামত: