অনলাইন ডেস্ক ::
ভারতের মাওলানা সাদ কান্ধলভীকে ঠেকাতে বিমানবন্দর একালায় বিক্ষোভ করছেন হাজার হাজার আলেম ওলামা। তাদের বিক্ষোভ ও অবস্থানে ঢাকা-ময়মনসিংহ রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।
রাজধানী বিমানবন্দর একালায় ময়মনসিংহগামী সড়কের হাজার হাজার আলেম ওলামা বিক্ষোভ করেন। ব্যস্ততম এ সড়কে বিক্ষোভের ফলে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। যানজট ঠেকে কুড়িল বিশ্বরোড থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত। সড়কে উভয় পাশে যান চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। অনেকে উপায় না পেয়ে হেঁটেই রওনা হনন।
এদিকে দিল্লির নিজামুদ্দিন মারকাজের জিম্মাদার মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।
পাঠকের মতামত: