ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

বিচারকের প্রতি অনাস্থা খালেদা জিয়ার

khaledeঅনলাইন ডেস্ক :::

মামলার পুনঃতদন্তের বিষয়টি আগে নিষ্পত্তি না করায় বিচারক আবু আহমেদ জমাদারের প্রতি অনাস্থা প্রকাশ করে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে আবেদনে  ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। আজ বৃহস্পতিবার বিশেষ আদালতে দুই মামলার শুনানিতে অংশ নিতে গিয়ে খালেদা জিয়া ওই আবেদন করেন। এর আগে জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বৃহস্পতিবার আদালতে হাজির হন খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া বলেন, পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী আজ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের ওপর শুনানি শুরু হয়। শুনানির আগেই আমরা আদালতকে জানিয়েছি, পুনঃতদন্তের বিষয়টি আগে নিষ্পত্তি করা হোক। আদালত আবেদনটি গ্রহণ না করে আত্মপক্ষ সমর্থনের ওপরেই শুনানি করতে চাইছেন। যদি আত্মপক্ষ শুনানি শুরু হয়ে যায়, তাহলে মামলা পুনঃতদন্তের বিষয়টির গ্রহণযোগ্যতা থাকবে না। তাহলে তো মামলা শেষই হয়ে যাবে। আর এ কারণেই ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করছি। মানবজমিন

পাঠকের মতামত: