ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

‘বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে’

Fakhrulঅনলাইন ডেস্ক ::

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ২৫ টির বেশি আসন পাবেনা। আর এই জন্য আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে। এর ধারাবাহিকতায় বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গুম, খুন করে ভয় দেখানো হচ্ছে। আজ শুক্রবার বিকালে গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া চালা মাঠে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ্র স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, নির্বাচনের আগেই সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে নির্বাচনকালীন সহায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সকল দলের জন্য সমান সুযোগ সৃষ্টির জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে।

আমরা চাই শান্তিপূর্ণ একটি নির্বাচন। যেন জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। বিএনপির মহাসচিব আরো বলেন, ২০১৪ সালের মতো নির্বাচন হতে দেয়া হবেনা। বর্তমানে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের পায়ের তলায় এখন মাটি নেই। এসময় তিনি রোহিঙ্গা সংকট কাটাতে সরকারকে জাতীয় ঐক্য গঠনের জন্য কনভেনশন করার আহ্বান জানান। স্মরণ সভায় কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হান্নান শাহ্র ছেলে শাহ্ রিয়াজুল হান্নান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, হান্নান শাহ্র ছোট ভাই মোবারক শাহ্, কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় বিএনপির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য মজিবুর রহমান, মাজহারুল আলম, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হান্নান মিয়া হান্নু, বিএনপি, যুবদল, ছাত্রদল ও অংগসংগঠনের নেতারা।

পাঠকের মতামত: