মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ
বান্দরবান জেলায় শনিবার অনুষ্ঠিত ২৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ ১৯, বিএনপি ৩জন, স্বতন্ত্র ২জন এবং জেএসএস ১জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। জেলা নির্বাচন অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।
বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নে আওয়ামীলীগের সাচপ্রু মারমা (সাবুখ্যয়), সুয়ালক ইউনিয়নে বিএনপির উক্যনু মারমা, টংকাবতী ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্লুকান ম্রো, রাজবিলায় আওয়ামীলীগ সমর্থিত ক্যঅংপ্রু মারমা।
রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত চহ্লামং মারমা, নোয়াপতং ইউনিয়নে জেএসএস সমর্থিত অংথোয়াইচিং মারমা, তারাছা ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত উথোয়াইচিং মারমা, আলেক্ষ্যং ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা।
রুমা উপজেলার সদর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত শৈমং মারমা, গালেঙ্গ্যা ইউনিয়নে বিএনপি বিদ্রোহী মেননিয়াম ম্রো, রেমাক্রী প্রাংসা ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত জিরতেøায়ান বম, পাইন্দু ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত উহ্লামং মারমা।
থানছি উপজেলার সদর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত মাংছার ম্রো, বলিপাড়া ইউনিয়নে স্বতন্ত্র (জেএসএস সমর্থিত) জিয়া অং মারমা, রেমাক্রী ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত মুইসুইথুই মারমা, তিন্দু ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত মংপ্রুঅং মারমা।
লামা উপজেলার সদর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত মিন্টু কুমার সেন, সরই ইউনিয়নে বিএনপি সমর্থিত ফরিদুল আলম, রূপসী পাড়া ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত সাচিংপ্রু মারমা, গজালিয়ায় আওয়ামীলীগ সমর্থিত বাথোয়াইচিং মারমা, ফাইতং ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত জালাল উদ্দিন, আজিজনগর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত জসিম উদ্দিন কোম্পানী, ফাঁসিয়াখালী ইউনিয়নে বিএনপি সমর্থিত জাকির হোসেন মজুমদার।
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত মোঃ আলম, দোছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত হাবিব উল্লাহ।
কয়েকটি উপজেলা অত্যান্ত দূর্গম হওয়ায় জেলা নির্বাচন অফিস সুত্র থেকে বেসরকারি ভাবে ফলাফল জানানো হয়েছে ২৪ এপ্রিল রবিবার সকালে।
পাঠকের মতামত: