ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ-ভারত ২২ চুক্তিতে যা আছে

modi22আন্তর্জাতিক ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিন (শনিবার) বাংলাদেশ-ভারতের ২২টি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ কমিউনিটি ক্লিনিক স্থাপনের মতো বিভিন্ন বিষয়ে এসব চুক্তি স্বাক্ষর হয়েছে।

এক নজরে দুই দেশের ২২ চুক্তি

• বাংলাদেশ-ভারত দুই দেশের মাঝে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি অনুযায়ী ভারত ৫০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে। এ অর্থ সামরিক সরঞ্জামাদি ক্রয়ে ব্যবহার হবে।

• ঢাকা ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ও ভারতের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই স্মারক অনুযায়ী, কৌশলগত ও ব্যবহারিক শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে উভয় দেশ।

• জাতীয় নিরাপত্তা, উন্নয়ন ও কৌশলগত শিক্ষায় সহযোগিতা বাড়াতে ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ ও নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

• মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের সমঝোতা স্মারকে সই।

• পারমাণবিক বিদ্যুতের শান্তিপূর্ণ ব্যবহারের চুক্তি।

• পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণের সুরক্ষার লক্ষ্যে প্রযুক্তিগত তথ্য আদান প্রদান চুক্তি।

• বাংলাদেশে পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে সহযোগিতার বিষয়ে আন্তঃসংস্থা সহযোগিতা চুক্তি।

• তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিকসের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে উভয় দেশের সংশ্লিষ্ট সংস্থার মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর।

• সাইবার নিরাপত্তার বিষয়ে দুই দেশের মাঝে সমঝোতা স্মারক সই হয়েছে।

• বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে ‘বর্ডার হাট’ স্থাপনে সমঝোতা স্মারক।

• বিচার বিভাগীয় সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতায় সমঝোতা সই।

• বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ ও সক্ষমতা তৈরির কর্মসূচির বিষয়ে সমঝোতা স্মারক।

• নৌবিদ্যায় সহযোগিতার ক্ষেত্রে সমঝোতা সই।

• ভূবিদ্যা গবেষণা ও উন্নয়নে পারস্পরিক বৈজ্ঞানিক সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর।

• উপকূলীয় ও প্রটোকল রুটে যাত্রী ও পর্যটন সেবায় দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারক।

• সিরাজগঞ্জ থেকে লালমনিরহাটের দইখাওয়া এবং আশুগঞ্জ থেকে জকিগঞ্জ পর্যন্ত ভারত-বাংলাদেশ প্রটোকল রুটে নাব্য চ্যানেলের উন্নয়নে সমঝোতা সই।

• গণমাধ্যমের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতায় সমঝোতা স্মারকে সই।

• অডিও-ভিজ্যুয়াল সহ-প্রযোজনা চুক্তি।

• বাংলাদেশ ও ভারত ৫০ কোটি ডলারের প্রতিরক্ষা ঋণ সহায়তা সমঝোতা স্মারক।

• খুলনা-কলকাতা রুটে মোটরচালিত যানবাহনে যাত্রী চলাচল নিয়ন্ত্রণে চুক্তি।

• তৃতীয় ঋণ সহায়তার আওতায় বাংলাদেশকে ঋণ দেয়ার বিষয়ে সমঝোতা।

• বাংলাদেশে ৩৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপনে ভারতের অর্থায়নের বিষয়ে চুক্তি।

 

পাঠকের মতামত: