ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে ট্রলার ডুবি:১জনের লাশ উদ্ধার, ১০ জেলে নিখোঁজ

শাহেদ মিজান, কক্সবাজার ::
বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে একটি মাছ ধরার ট্রলার ডুবে ১০ জেলে নিখোঁজ হয়েছেন। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড ও নৌ বাহিনীর সদস্যরা। মহেশখালীতে দায়িত্বরত কোস্টগার্ডের স্টেশন অফিসার ট্রলার ডুবির ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ট্রলারটিতে ২৩ জন মাঝি মাল্লা ছিল। ঘটনার পরপরই এলএনজিবাহী জাহাজ ও ফিশিং বোট সী পাওয়ার ১২ জনকে জীবিত উদ্ধার করে। ফিশিং বোটে থাকা প্রায় ১০ জন নিখোঁজ রয়েছে বলে জানা যায়। তবে ট্রলার ডুবিটি মহেশখালী মাতারবাড়ীর দ্বীপ থেকে প্রায় ২০ কিলোমিটার দুরে হতে পারে বলে ধারনা করছেন উদ্ধার কর্মীরা।

লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া একজনের মরদেহ কোস্টগার্ড হেফাজতে রয়েছে। নিখোঁজ বাকি ১০ জনকে উদ্ধারে অভিযান চলছে।

পাঠকের মতামত: