ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির ঘটনায় ৬ জন বরখাস্ত

333প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় বাংলাদেশ বিমানের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পাঁচজনকে সাময়িক বরখাস্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার সচিবালয়ে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বরখাস্তরা হচ্ছেন এস এম রোকনুজ্জামান, সামসুল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন ও সিদ্দিকুর রহমান। গত ২৭ নভেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ওয়াটার সামিটে যাওয়ার পথে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তুর্কমেনিস্তানের আশখাবাদে জরুরি অবতরণ করে। সেখানে ত্রুটি সারিয়ে চার ঘণ্টা পর বুদাপেস্টে যাত্রা করে বিমান। উল্লেখ্য, ভিভিআইপি ফ্লাইটের জরুরি অবতরণ তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএবি) ও বিমান মন্ত্রণালয় পৃথক ৩টি কমিটি গঠন করেছে।

পাঠকের মতামত: