ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে উপজেলা চেয়ারম্যান রাজুর পদত্যাগ

FB_IMG_1501595085048Screenshot_20170802-130836মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পেকুয়া উপজেলা শাখার সদ্য অনুমোদিত আংশিক কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে আজ ২আগস্ট পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু পদত্যাগ করেছেন। এ নিয়ে রাজু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। রাজুর স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলোঃ
‘কৃতজ্ঞতা অশেষ
বিনয়ের সহিত
আমি অপারগ
সাথে আছি সাথে থাকব
“অপরাজনীতির “শিকার হয়ে
নেতা হতে চাইনা সবার ভালবাসার কর্মী হওয়া তার চেয়ে অধিক শ্রেয়,,,,,
শুভাকাংখী যারা কাল বিকেল থেকে অজশ্র  অবমূল্যায়ন এর অশ্রু সংবরন করে ভালবাসার অশ্রু দিয়ে অভিনন্দনে সিক্ত করেছেন আমাকে তাদের কাছে ক্ষমাপ্রার্থনা এবং নিরন্তর শুভকামনা।
গতকাল বিকেলে জেলা BNPর দপ্তর সম্পাদক কর্তৃক প্রেস রিলিজের মাধ্যমে জানতে পারলাম
পেকুয়া উপজেলা বি এন পি র নতুন কমিটি, যেখানে আমাকে “সাংগঠনিক সম্পাদক “পদে মনোনীত করা হয়েছে। আমি উক্ত পদ থেকে পদত্যাগ করছি।
মহান আল্লাহপাক আমাকে কর্মীর কাতারে থাকার তৌফিক এনায়েত করুন।
বাংলাদেশ জিন্দাবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।’
পেকুয়ার বিভিন্ন ইউনিয়নের সাধারন নেতাকর্মীরা জানিয়েছেন, রাজুকে অবমুল্যায়ন করায় তিনি পদত্যাগ করেছেন।

পাঠকের মতামত: