পেকুয়া প্রেতিনিধি :: কক্সবাজারে পেকুয়ায় একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির মিছিল ও সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে পেকুয়া স্টেডিয়াম থেকে চৌমুহনী হয়ে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরীর বাজার পর্যন্ত যেকোনো স্থানে যেকোনো প্রকারের সভা সমাবেশের উপর ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাতে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা এই ঘোষণা দেন।
তার স্বাক্ষরিত বিজ্ঞাপ্তিতে বলা হয়, পেকুয়া উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ সহঅবস্থান বজায় রাখার নির্মিত্তে ২৮ আগস্ট সকাল ৬টা হতে রাত ৯ টা পর্যন্ত পেকুয়া স্টেডিয়াম হতে চৌমুহনী হয়ে পেকুয়া বাজার সংলগ্ন এলাকায় সকল প্রকার রাজনৈতিক সভা সমাবেশ ও মিছিল আয়োজনের উপর ১৪৪ ধারা জারি করা হলো। জারিকৃত এ আদেশ সকল রাজনৈতিক দল ও সর্বসাধারণকে মেনে চলার জন্য অনুরোধ করা হয়।
এদিকে সকাল থেকে ১৪৪ ধারা জারিকৃত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পেকুয়ার প্রধান বানিজ্যিক কেন্দ্র পেকুয়া আলহাজ্ব কবির মিয়ার বাজার ও চৌমুহনীতে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ ফরহাদ আলীর নেতৃত্বে পুলিশের অবস্থান ও টহল লক্ষ্য করা গেছে।
কর্মসূচির বিষয়ে পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ বারেক বলেন, আমাদের পুর্ব ঘোষিত কর্মসূচি ছিল ২৮ আগস্ট কিন্তু বিএনপি হুট করেই একই দিন মিছিল ডেকে বসে আমাদের স্থানে। তারা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির জন্য আমাদের সমাবেশস্থলে মিছিল ডেকেছে।
তিনি আরো বলেন, আগস্ট শোকের মাস এই মাসে বরাবরের ন্যায় নৈরাজ্য সৃষ্টি করা বিএনপির প্রধান উদ্দেশ্য। তিনি বলেন, বিএনপির যেকোনো সহিংসতা রোধে আমরা প্রস্তুত আছি।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বিএনপি ঘটাতে চাইলে পেকুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন মিলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন বলেও জানান। এই ছাড়াও তিনি দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তা তারা মেনে চলবেন বলেও জানান।
এদিকে উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট বলেন, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং দলীয় নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেয় বিএনপি কিন্তু সেই কর্মসূচি পেকুয়াতে পালনের উদ্দেশ্যে তারা গণমিছিলের ডাক দেয় কিন্তু প্রশাসন সরকারি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গভীর রাতে ১৪৪ ধারা জারি করেন।
তিনি আরো বলেন, আমরা দেখিয়ে দিতাম পেকুয়ার আপামর মানুষ কিভাবে আমাদের দল বিএনপি ও প্রিয় নেতা সালাহউদ্দিন ভাইয়ের জন্য রাস্তায় নেমে এসে কর্মসূচি পালন করে। এই ছাড়াও তিনি ১৪৪ জারির কারণে তাদের মিছিল স্থগিত করেছেন এবং খুব শিগগিরই আবার তারা কর্মসূচিটি ব্যাপকভাবে পালন করবেন বলে জানান।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ ফরহাদ আলী চকরিয়া নিউজকে বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের পুলিশ সদস্যদের টহল ও ১৪৪ ধারা জারিকৃতস্থানে আমাদের পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা সদা প্রস্তুত রয়েছেন বলে জানান।
পাঠকের মতামত: