ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় মাইক্রোবাসের চাপায় আলিশা (৪) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিশা ছড়াপাড়া আলিয়াঘোনা এলাকার আবু তৈয়বের মেয়ে। এ ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।
নিহতের স্বজনেরা জানায়, দুপুরে আলিশা বানৌজা শেখ হাসিনা ঘাঁটি সংযোগ মহাসড়ক পারাপারের সময় চকরিয়ামুখী একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে চাপা দেয়। সেখান থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়িটিও জব্দ করেছি আমরা। তবে চালক পালিয়ে গেছে।

পাঠকের মতামত: