ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় প্রি-ক্যাডেট স্কুলের পুরস্কার বিতরণী

পেকুয়া প্রতিনিধি ::   পেকুয়া উপজেলার পেকুয়া প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ। বিশেষ অতিথির বক্তব্য দেন পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ শাহজাহান, পেকুয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শামশুদ্দিন, প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, সংগীতশিল্পী আবুল হোছাইন, শিলখালী নবতরুন সংঘের সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম প্রমুখ। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, মোশাররফ হোছাইন, ওয়াহিদুল ইসলাম, মো. শওকত, মো. আকেল প্রমুখ।

পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পাঠকের মতামত: