ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় দু’সহোদরের আশ্রয়স্থল পুড়ে ছাই

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে আপন দু’সহোদরের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

গত শুক্রবার দিবাগত (৯ নভেম্বর) রাত ৮টার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়সুত্রে জানা গেছে, মটকাভাঙা এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে আবু ছিদ্দিকের বাড়িতে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। এ সময় স্হানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্রণের চেষ্টা চালায়।

কিন্তু মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তার পাশের বড় ভাই সৌদি প্রবাসি আবু তাহেরের বাড়িতে। স্থানীয় লোকজনের দীর্ঘ এক ঘন্টাী প্রাণান্তকর চেষ্টা শেষ পর্যন্ত বিফলে যায়। ফলে বাড়ি দুইটি পুড়ে ছারখার হয়ে যায়।

আবু ছিদ্দিকের ছেলে মো.মাসুদ হোসেন বলেন, বাড়িতে আমি একা ছিলাম। সকালে বাবা ও মা মহেশখালীর মাতারবাড়িতে বোনের বাড়িতে বেড়াতে যায়। বড় আম্মাও সকালে বাপের বাড়িতে যায়। চোখের সামনে দু’টি বাড়ি পুঁড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বলেন,বিদ্যুতের আগুনে দু’টি বাড়ি পুঁড়ে গেছে। স্হানীয় পেকুয়া ফায়ার সার্ভিস ষ্টেশনে কল দিয়ে জানানোর পরেও বিলম্ব ঘটায় দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে আসার আগেই বাড়ি দু’টি সম্পুর্ণ পুড়ে যায়।

নগদ টাকা,আসবাব পত্রসহ প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হতে পারে বলে তিনি জানান।

 

পাঠকের মতামত: