ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পেকুয়ায় জায়গার বিরোধ নিয়ে হিন্দু সম্প্রদায়ের দু’পক্ষের উত্তেজনা

pekua,,পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় সাড়ে ৯শতক জায়গা নিয়ে হিন্দু সম্প্রদায়ের দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। বিরোধকে কেন্দ্র করে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নাথপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে টানটান। হিন্দু সম্প্রদায়ের উত্তেজনা প্রশমিত করতে পেকুয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দদের সমন্বয়ে স্থানীয়রা একাধিক বৈঠক করেছেন। তবে বৈঠক ফলপ্রসু না হওয়ায় জায়গার বিষয়ে কোন সিদ্ধান্ত উপনীত হতে সক্ষম হননি শালিসকাররা। একটি মাজা পুকুর ভরাট করে নাথপাড়া এলাকার মৃত চিত্ত রঞ্জন নাথের ছেলে নির্মল কান্তি নাথ ও বিমল কান্তি নাথ বসবাসের জন্য ঘর তৈরি করে। গত দু’মাস আগে কয়েক লাখ টাকা মাটি ভরাট করে পুকুরের জায়গা বসবাসের উপযোগি করেছে। পরিবার পরিজনের একমাত্র মাথা গুঁজার ঠাইয়ের জন্য ওই ৯শতক জায়গায় বসতঘর নির্মান করেছে তারা। তবে নাথ পাড়া এলাকায় ৫৩শতক জায়গা নিয়ে নির্মল কান্তি নাথের সাথে প্রতিবেশি অজিত কুমার নাথ গংদের সাথে বনিবনা চলছিল। পৈত্রিক এজমালি সম্পত্তির দখল ও স্থিতি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে জটিলতা দেখা দেয়। এনিয়ে বিষয়টি অমিমাংসিত থাকায় উভয় পক্ষ আদালতে মামলা দায়ের করেছেন। আদালতে মামলা বিচারাধীন রয়েছে। স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য উভয় পক্ষ সার্ভেয়ার নিয়োগ করে পরিমাপও করে। এদিকে নাথ পাড়া এলাকায় সাড়ে ৯শতক জায়গার বিরোধ প্রকাশ্যে সংঘাতে রুপ নিচ্ছে। নাথপাড়া এলাকায় বিরোধকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের লোকজন দু’ভাগে বিভক্ত হয়েছে। এ ব্যাপারে নির্মল কান্তি নাথ জানায় ৪২শতক জায়গা আমাদের পুর্ব পুরুষের সম্পত্তি। মাজা পুকুরটি আমাদের পরিবার যুগযুগ ধরে ব্যবহার করে আসছিললেন। অজিত কুমার নাথ গং প্রভাবশালী হওয়ায় তারা আমাদের জায়গার প্রতি কু-নজর দেয়। আদালতে মামলা রয়েছে। কিন্তু কোন ধরনের নিষ্পত্তি না হলেও তারা আমাদেরকে বসতভিটা ছেড়ে দিতে চাপ প্রয়োগ করছে। পুলিশকে দিয়ে মামলার ভয় দেখায়। মিথ্যা অভিযোগ এনে আমাদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করছে। তারা ধনবান ও প্রভাবশালী হওয়ায় সবকিছু তাদের অনুকুলে। এখন পরিবার ও আমাদের জানমালের নিরাপত্তা নেই। যেকোন মুর্হুতে তারা আমাদের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। তিনি আরো জানান আমরা গরীব বলে ন্যায় নীতির মধ্যেও কোন ধনরনের সহায়তা পাচ্ছিনা প্রশাসনসহ কারো কাছ থেকে। অজিত কুমার নাথ ভাড়াটে লোকজন জড়ো করছে। তারা যেকোন মুর্হুতে আমাদের বসতবাড়ি গুড়িয়ে দেয়ার কু-পায়তারা করছে।

পাঠকের মতামত: