চকরিয়া অফিস :
হুন্ডি ব্যবসায়ী-মানব পাচারকারীদের সাথে সখ্যতা ও সরকার বিরোধী কার্যকলাপসহ নানা বিষয়ে এবার ইসলামী ব্যাংক পেকুয়া শাখার ম্যানেজার ও জামায়াত শিবির অধ্যুষিত লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের বাসিন্দা মো. আবু জাফরের বিরুদ্ধে পেকুয়া থানা পুলিশ তদন্ত শুরু করেছে। অপরদিকে এসব গুরুতর অভিযোগ ধাঁমাচাপা দিতে মরিয়াহয়ে উঠেছে ওই ব্যাংক কর্মকর্তা।
জানা গেছে, গত মাসের ২৪ জুন দৈনিক কক্সাবজার পত্রিকার ১ম পৃষ্টায় ‘পেকুয়ায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিলে জামায়াত-শিবিরের মিলন মেলা! শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে ইসলামী ব্যাংক পেকুয়া শাখার উদ্যোগে ২৩ জুন অনুষ্টিত ইফতার মাহফিলে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি, পেকুয়া শাখার ম্যানেজার আবু জাফরের বিরুদ্ধে জামায়াত-শিবিরের সাথে সখ্যতা, সরকার বিরোধী কার্যকলাপসহ হুন্ডি ব্যবসায়ী ও মানবপাচারকারীদের সাথে যোগাযোগ রয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
গোপনে অনুসন্ধানে জানা গেছে, ইসলামী ব্যাংক পেকুয়ায় শাখায় বিগত কয়েক বছর পুর্বে ম্যানেজার হিসেবে যোগদান করে আবু জাফর। আর ব্যাংকের পেকুয়ায় শাখায় যোগদান করেই স্থানীয় বিএনপি, জামায়াত-শিবির নেতাকর্মীদের সাথে গভীর সখ্যতা গড়ে তোলে। এলাকার চিহ্নিত হুন্ডি ব্যবসায়ীদের সাথে আবু জাফরের
রয়েছে যোগাযোগ। আর মানব পাচারকারীদের সাথেও রয়েছে আবু জাফরের সম্পর্ক। পেকুয়ার বেশ কয়েকজন যুবককে মালয়েশিয়ানিয়ে যাওয়ার কথা বলে কয়েক লক্ষাধিক পাকা হানিয়ে নিয়েছেন আবু জাফর এমনই অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।
এদিকে জাতীয় শ্রমিক লীগ পেকুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বাবুল ইসলামী ব্যাংক পেকুয়া শাখার ম্যানেজারের বিরুদ্ধে লিখিতভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের ডিআইজি, পুলিশ সুপার ও কক্সবাজার জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন। গত কয়েক দিন পূর্বে শ্রমিক লীগ নেতা বাবুলের দায়ের করা অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য চট্টগ্রামের ডিআইজি অফিস থেকে কক্সবাজার পুলিশ সুপারের মাধ্যমে পেকুয়া থানার ওসির কাছে পাঠানো হয়। এদিকে পেকুয়া থানার ওসি ইসলামী ব্যাংক পেকুয়া শাখার ম্যানেজার আবু জাফরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্তের দায়িত্ব দেন এস আই বিমল কান্তি দেবকে।
এ প্রসঙ্গে পেকুয়া থানার এস আই বিমল কান্তি দেব জানান, শ্রমিক লীগ নেতা বাবুল কর্তৃক ডিআইজি মহোদয়ের বরাবরে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ নিয়ে পেকুয়া থানায় একটি সাধারন ডায়েরী লিপিবদ্ধ করা হয়েছে। এ পুলিশ কর্মকর্তা আরো জানান, ইতিমধ্যেই ওই ব্যাংক কর্মকর্তার বিষয়ে জানতে নিজ এলাকার থানা ও কক্সবাজার মডেল থানায় চিঠি পাঠানো হয়েছে। পেকুয়ায় তার বিরুদ্ধে সরকারী বিরোধী কর্মকান্ডসহ জামায়াত-শিবিরের সাথেসংশ্লিষ্টতা রয়েছে কিনা তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
ইসলামী ব্যাংক পেকুয়া শাখার ম্যানেজার আবু জাফরের বিরুদ্ধে অভিযোগ দাখিলকারী জাতীয় শ্রমিক লীগের পেকুয়া উপজেলা সেক্রেটারী সাইফুল ইসলাম বাবুল অভিযোগ করেছেন, ওই ব্যাংক কর্মকর্তা তাকে বর্তমানে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগটি প্রত্যাহার না করলে পরিণিতি ভাল হবেনা মর্মেও হুংকার দিচ্ছেন ব্যাংক কর্মকর্তা। ব্যাংক কর্মকর্তার এহেন হুমকিতে তিনি বর্তমানে চরমভাবে নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে পেকুয়ায় কর্মরত সাংবাদিকদের জানিয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে ইসলামী ব্যাংক পেকুয়া শাখার ম্যানেজার মো. আবু জাফরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র দাবী করে এ প্রসঙ্গে আর কথা বলতে রাজি হননি।
প্রকাশ:
২০১৬-০৭-৩০ ১২:০১:০৮
আপডেট:২০১৬-০৭-৩০ ১২:০১:০৮
- শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- চকরিয়ায় মালুমঘাট হারবাং বমুতে খ্রীষ্টানদের শুভ বড়দিনের উৎসব উদযাপন
- নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- চকরিয়ায় ডাকাতি,মলম পার্টি,গরু চোর ও নাশকতা মামলার ৭ আসামী গ্রেপ্তার
- হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তায় চকরিয়া মহাসড়কে বাড়ছে ছিনতাই
- কক্সবাজার প্রেসক্লাবের অবৈধ কমিটির অবৈধ নির্বাচন
- চকরিয়ার ফাঁসিয়াখালীতে সন্ত্রাসী হামলায় বিএনপির সেক্রেটারীসহ ২জনকে কুপিয়ে জখম
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
পাঠকের মতামত: