ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

নাজিম উদ্দিন,পেকুয়া ::FB_IMG_1500364070556

পেকুয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। রাতের আধাঁরে মুখোশপরা একদল দুবৃর্ত্তরা প্রাণনাশের উদ্দেশ্যে ইউপি সদস্যের বাড়িতে হানা দেয়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা অবনতি হওয়ায় তাকে কক্সবাজার মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত গভীর রাতে পাহাড়িয়াখালী দুর্গম এলাকায়। আহত ইউপি সদস্যের নাম জাহাঙ্গীর আলম(৩৫)। তিনি উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য ও ওই ইউপির প্যানেল চেয়ারম্যান বলে জানা গেছে। এ ছাড়া তিনি ক্ষমতাসীন দল আ’লীগের মৎস্যজীবিলীগ ওই ইউনিয়ন শাখার সভাপতি। পারিবারিক সুত্রে জানা গেছে, ওই দিন রাতে জাহাঙ্গীর আলম তার শাশুর বাড়িতে রাত্রিযাপন করে। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম জানায়, মেম্বারের পরিবারকে আইনী সহায়তা দেয়ার কথা হয়েছে। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।

পাঠকের মতামত: