ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

পেকুয়ার চার উপকূলীয় ইউনিয়নে কয়েক হাজার পরিবার পানিবন্ধী: জনদূর্ভোগ চরমে

মুহাম্মদ গিয়াস উদ্দন, পেকুয়া ::

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার চার উপকূলীয় ইউনিয়ন পেকুয়া, মগনামা, উজানটিয়া ও রাজাখালী ইউনিয়নে গত কয়েক দিনের ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মারাত্মক দূর্ভোগে পড়েছে এসব ইউনিয়নের পানিবন্ধী মানুষ। গত সোমবার থেকে টানা ভারী বর্ষণে এসব উপকূলীয় ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে। এছাড়াও উজানটিয়া ইউনিয়নের সূতাচুড়া এলাকায় পাউবোর বেড়িবাঁধ দিয়ে সাগরের জোয়ারের পানি ঢুকে লোকালয়ের বির্স্তীণ এলাকা প্লাবিত হয়েছে। আজ ২৮ জুলাই সকালে পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্লাহ, মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম ও উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী। ইউএনও এসময় পানিবন্ধী পরিবারগুলোর খোঁজ খবর নেন।

মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম বলেন, গত কয়েক দিনের টানা বর্ষণে তার ইউনিয়নের কাকপাড়া, বাইন্যা ঘোনা, ধারিয়াখালী, দরদরি ঘোনা, মগঘোনা, রঙিন খালের পূর্বকূল, মাঝির পাড়া, মৌলভী পাড়া, হারগুর পাড়া, হারুন মাতবর পাড়া, পশ্চিম বাজার পাড়া, কুম পাড়া. আবদুল্লাহ পাড়াসহ আরো বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের বাসিন্দাদের কাঁচা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। মানুষের পুকুর, চাষাবাদের জমি ও চিংড়ি ঘের প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ইউপি চেয়ারম্যান ওয়াসিম আরো বলেন, মগনামা যে সব গ্রাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে সেসব গ্রামের গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। অপরদিকে পেকুয়া উপজেলার পেকুয়া সদর, উজানটিয়া, রাজাখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ প্রসঙ্গে উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী জানান, তার ইউনিয়নের উজানটিয়া ইউনিয়নের সূতাসূড়া, টান্ডার পাড়া, আতর আলী পাড়া, নতুন ঘোনা, পেকুয়ার চর, ষাটদুনিয়ার পাড়া, কইড়া বাজার পাড়াসহ আরো বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। তার ইউনিয়নের সূতাচূড়া গ্রামে পাউবোর বেড়িবাঁধ সংস্কারবিহীন থাকায় জোয়ারের পানি লোকালয়ে ঢুকে কয়েকটি গ্রামের বাড়ি ঘর প্লাবিত হয়েছে।

রাজাখালী ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর জানিয়েছেন, রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা, দশের ঘোনা, লালজানপাড়া, সুন্দরী পাড়া, দিলজান পাড়াসহ আরো বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ইউনিয়নের বেশ কিছু পরিবার পানিবন্ধী হয়ে পড়েছে।

সরেজিমনে গিয়ে দেখা গেছে, পেকুয়া সদর ইউনিয়নের বিলাহাসূরা, পূর্ব ছিরাদিয়া, জালিয়াখালী, মগকাটা, স্কুল ঘোনা, বকসু চৌকিদার পাড়া, মেহেরনামা বলির পাড়া, মূরার পাড়া, হরিণাফাড়ী, নন্দীর পাড়া, নতুন রাহাজানির পাড়াসহ আরো বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের বাসিন্দাদের পুকুর ও বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আমিনুল ইসলাম চকরিয়া নিউজকে জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকালয় প্লাবিত হয়েছে। ভারী বর্ষণ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতি গ্রস্তদের সহাতায়তার জন্য ত্রান সামগ্রী বরাদ্দ রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্থ লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

পাঠকের মতামত: