প্রেস বিজ্ঞপ্তি ::
বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউটের মহা-পরিচালক শাহ আলমগীর রামুতে ভুবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে পিআইবি’র মহা পরিচালক স্বপরিবারে রামু উপজেলার উত্তর মিঠাছড়ির বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে প্রতিষ্ঠিত দেশের বৃহত্তম সিংহ শয্যা বুদ্ধমুর্তি পরিদর্শনে গেলে তাঁকে স্বাগত জানান রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরিদর্শনকালে পিআইবি’র মহা পরিচালক বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভুবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমুর্তি’র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভিক্ষু করুনাশ্রী থের’র সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি ২০১২ সালের ২৯ সেপ্টেম্বরে সহিংস ঘটনা ও বর্তমান অবস্থা সম্পর্কে খবরা খবর নেন। কুশল বিনিময় কালে ভিক্ষু করুনাশ্রী থের বলেন, রামুর উত্তর মিঠাছড়ির গ্রামীন জনপদে দেশের বৃহত্তম সিংহ শয্যা বুদ্ধ মূর্তি নিমাণকালে স্থানীয় সাংবাদিকরাই প্রচারনায় অনন্য ভূমিকা রেখেন। রামুর সহিংসতার ঘটনার সময়ও সাংবাদিকরা আমাদের পাশে থেকেছেন সবসময়। এখনও সাংবাদিকরা আন্তরিক সহযোগীতা দিয়ে যাচ্ছেন। এ জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা সবসময়।
এ সময় চ্যানেল আই কক্সবাজার জেলা প্রতিনিধি সরওয়ার আজম মানিক, রামু প্রেসক্লাবের নীতিশ বড়–য়া, সোয়েব সাঈদ, ওবাইদুল হক নোমান ও আবু হানিফ মোহাম্মদ রুবাইয়েত প্রমুখ উপস্থিত ছিলেন।
##################
জেলার সাবেক ফুটবলার সাইফুদ্দিন বাদশা’র মৃত্যুতে রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের শোক
প্রেস বিজ্ঞপ্তি :::
কক্সবাজার জেলা ফুটবল দলের সাবেক কৃতি খোলোয়াড় সাইফুদ্দিন বাদশা (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্নিল্লিল্লাহি ….. রাজিউন)। সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার বিকালে হৃদরোগে আক্রান্ত হলে সাবেক কৃতি খোলোয়াড় সাইফুদ্দিন বাদশাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাইফুদ্দিন বাদশা কক্সবাজার পৌরসভার মৃত নুরুল হকে ছেলে, সাবেক জেলা ফুটবল দলের খোলোয়াড় খোরশেদ আলমের ছোট ভাই। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) জোহরের নামাজের পর নামাজে জানাজা শেষে কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়াস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়।
কক্সবাজার জেলা দলের সাবেক ফুটবলার সাইফুদ্দিন বাদশা’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য বিজন বড়–য়া, রামু ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়–য়া বুলু, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ, সহ-সভাপতি কিশোর বড়–য়া, মো. নবু আলম, মোহাম্মদ হোসাইন সানী, সাধারণ সম্পাদক পলক বড়–য়া আপ্পু, যুগ্ম-সম্পাদক খালেদ শহীদ, সাংগঠনিক সম্পাদক দুলাল বড়–য়া, অর্থ সম্পাদক সুকুমার বুলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রুহুল আমিন রকি, দপ্তর ও প্রচার সম্পাদক ওমর ফারুক মাসুম, নির্বাহী সদস্য সজল বড়–য়া, তরুপ বড়–য়া, রিটু বড়–য়া, মুরাদ সুলতান, সুশান্ত পাল বাচ্চু, প্রকাশ সিকদার প্রমুখ।
পাঠকের মতামত: