ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ঢুকে পড়ল দোকানে

লোহাগাড়া প্রতিনিধি :: লোহাগাড়ার চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়েছে যাত্রীবাহী একটি বাস। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের বনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাস চালক ও সহকারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে ঘটনার পরপর ঘটনাস্থল ত্যাগ করায় তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে কক্সবাজারমুখী সাদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের পেছন দিকে ঢুকে পড়ে। এতে দোকানের মালামাল দুমড়ে-মুচড়ে যায়। তবে দোকানে থাকা কেউ হতাহত হয়নি।

ক্ষতিগ্রস্ত দোকানদার জানান, ভাত ও চা-নাস্তা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি। যাত্রীবাহী একটি বাস দোকানে ঢুকে তার শেষ সম্বলটুকু শেষ করে দিয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত দোকান ও মালামালের ক্ষতিপূরণ দাবি করেন।

দোহাজারী হাইওয়ে থানার এএসআই মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানা হেফজাতে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত: