ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরনে আহত ১

মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিষ্ফোরনে মোঃ ফরিদ আলম (১৩) নামে এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ৪৩নং পিলার এর পূব পাশে জিরো লাইনের কাটা তারের পাশে এই দূর্ঘটনা ঘটে।
মো. ফরিদ আলম নাইক্ষ্যংছড়ি উপজেলার হামিদিয়া পাড়ার মৃত ইব্রাহিম খলিলের ছেলে।
জানা গেছে, ছেলেটি গরু খোজার জন্য সীমান্তের কাটা তারের পাশে গেলে দূর্ঘটনার শিকার হয়। স্থানীয় তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের দায়িত্বরত ডাক্তার ফরিদের শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানায়।
মাইন বিষ্ফোরনের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, আহত ফরিদকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা হাসপাতালে নেয়া হয়েছে।

পাঠকের মতামত: