ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

নাইক্ষ্যংছড়িতে কৃষি কাজে প্রযুক্তির প্রয়োগে সফলতা

xxxxffমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় কৃষকরা ক্ষতিকারক পোকামাকড় দমনে কীটনাশক সার সেক্স হেরুম্যন ফাঁদ বা হরমোনের তাবিজ ব্যবহার করে অনন্য সফলতা অর্জন করেছে। ৮ ফেব্রুয়ারী সোমবার নাইক্ষ্যংছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাঠ দিবস পালিত হয়।

মাঠ দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মামুন ইয়াকুব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলার উপ-পরিচালক আলতাফ হোসেন। এসময় আরো ছিলেন, উপজেলা কৃষকলীগ এর সাধারন সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল ইসলাম রাজিব, শিমুল বডুয়া, টিটন কুমার দে, আব্দুল মতিন, সেলিনা আক্তার, সাইফুল ইসলাম, থুই মা চিং চাক সহ প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মামুন ইয়াকুব বলেন, ক্ষতিকারক পোকামাকড় দমনে বিভিন্ন প্রযুক্তির আলোক ফাঁদ বা পাচিং ব্যবহার করায় বর্তমানে কৃষকের কীটনাশক খরচ নেই বললেই চলে। এছাড়া কৃষকদের প্রযুক্তি প্রয়োগে হাতে কলমে শিক্ষা দিচ্ছে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন।

প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবান জেলার উপ-পরিচালক আলতাফ হোসেন বলেন, মাঠ পর্যায়ে কম্পোষ্ট সার এর ব্যবহার, খামার জাত সার তৈরি ও গুটি ইউরিয়া সার এর প্রযুক্তিগত প্রয়োগে লাভবান হচ্ছে কৃষকরা। তিনি কৃষি সম্পর্কিত বিবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং কয়েকটি প্রযুক্তি প্রদর্শনী মাঠ সরজমিনে পরিদর্শন করেন।

পাঠকের মতামত: