ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ঢেমুশিয়ায় ঘুণিঝড়ে ঘর-বাড়ি ও রাস্তাঘাট বিবর্ধস্ত, বেড়িবাঁধ বিলীন, লবনাক্ত পানি ঢুকছে লোকালয়ে

এম.জিয়াবুল হক,চকরিয়া
ঘুর্ণিঝড় রোয়ানু’র তান্ডবে চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে বিলীন হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ। বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে বর্তমানে লোকালয়ে ঢুকে পড়ছে লবনাক্ত পানি। এতে ওই এলাকার চিংড়ি চাষীরা এবছর আর্থিকভাবে দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে। সোমবার ঘুর্ণিঝড়ের প্রভাবে ইউনিয়নের বেশিরভাগ এলাকায় শতাধিক কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে গেছে। ৪নম্বর ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা এলাকায় হায়দার বাপের টেক এলাকার কালর্ভাট ভেঙ্গে লবন পানি ঢুকে তলিয়ে যাচ্ছে চিংড়ি ঘের।
স্থানীয় চিংড়ি চাষী নুরুল আবছার জানিয়েছেন, তার চিংড়ি প্রকল্পটি পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় চার লাখ টাকার মাছ ভেসে গেছে। তার মতো ইউনিয়নের অর্ধ শতাধিক চাষীর কমপক্ষে ২০-২৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মহিলা মেম্বার আরজ খাতুন। এদিকে সোমবার ঘুর্ণিঝড়ের তান্ডবে এলাকার দরিদ্র পরিবারের বসতবাড়ি ভেঙ্গে যাওয়ার দৃশ্য দেখে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েন মেম্বার আরজ খাতুন। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে এলাকার লোকজন উপজেলা হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার তিনি বাড়ি ফিরে গেছেন। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন মহিলা মেম্বার আরজ খাতুন বলেন, তার ওয়ার্ডসহ ইউনিয়নের বেশির ভাগ এলাকার রাস্তাঘাট এখন চলাচল অযোগ্য হয়ে পড়েছেন। অধিকাংশ সড়ক ভেঙ্গে খান খান হয়ে গেছে। এ অবস্থায় তিনি দুর্গত মানুষের জন্য ত্রাণ সামগ্রী দেয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের কাছে জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। aaaaaaa

পাঠকের মতামত: