ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

টেকনাফে মিয়ানমার হতে চোরাই পথে আসা ১১৪ ভরি স্বর্ণ উদ্ধার

SSছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ :::
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে  ১১৪ ভরি স্বর্ণ উদ্ধার করেছে। টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটলিয়নেরর  উপঃ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ২৩ আগস্ট সন্ধা ৬টার দিকে টেকনাফ বিওপির নায়েব সুবেদার গুরুপদ বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ টহল টেকনাফ পৌর এলাকার পুরাতন ট্রানজিট ঘাটে মিয়ানমার থেকে আসা যাত্রীবাহি ইন্জিন চালিত নৌকায় তল্লাশী চালিয়ে ট্রানজিট ঘাটের পাশে পরিত্যক্ত অবস্থায় ১১৪ ভরি ওজনের  ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য পৌনে  ৪৮ লক্ষ টাকা।
তিনি আরো জানান, উদ্ধার স্বর্ণ গুলো টেকনাফ শুল্ক গুদামে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত: