ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

টেকনাফে আড়াই’শ রোহিঙ্গা ভর্তি ১৯ নৌকা ফেরত

rohinga2শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার, ১৭ ডিসেম্বর ॥

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর দুইটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বহনকারী ১৯টি নৌকা মিয়ানমারেফেরত পাঠিয়েছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ১৭ ডিসেম্বর সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এসব নৌকা ফেরত পাঠানো হয়। নৌকাগুলোতে আড়াইশয়েরও বেশি রোহিঙ্গা নাগরিক ছিল বলে ধারণা করছে বিজিবি। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল।

টেকনাফে বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমারের আরাকান প্রদেশ থেকে রোহিঙ্গারা নৌকা যোগে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবির টহল দল নৌকাগুলোকে সীমান্তের শূন্যরেখা থেকে মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেয়। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি কড়া প্রহরায় রয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: