কক্সবাজার প্রতিনিধি ::
সরকারের হিসেব অনুযায়ী উৎপাদিত লবণ দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানী করা যাবে। কিন্তু সিন্ডিকেট করে কিছু অসাধু ব্যবসায়ী বিদেশ থেকে লবণ আমদানি করায় বিপাকে পড়েছে দক্ষিণ চট্টগ্রামের লাখো লবণ চাষী। ৫০০ টাকার লবণ এখন বিক্রি হচ্ছে মাত্র ১৭০ টাকায়। দাম নিয়ে বিপাকে পড়ার পাশাপাশি চরম লোকসানে পড়েছে দক্ষিণ চট্টগ্রামের লবণ শিল্প।
জানাযায়, দেশের একমাত্র লবণ উৎপাদন কেন্দ্র দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের ৫৫ হাজার মানুষ লবণ শিল্পের উপর নির্ভরশীল। যারা দেশের মানুষের লবণের চাহিদা মিটিয়ে জীবন-যাপন করে। ৬০ হাজার একর এলাকাজুড়ে অবস্থিত এই শিল্প কক্সবাজারের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ভাল নেই লবণ শিল্পের সাথে জড়িতরা। লাগামহীনভাবে লবণের দাম কমে যাওয়ায় খুবই ক্ষতিগ্রস্থ লবণচাষীরা।
লবণচাষীদের অভিযোগে, মন প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা দামের লবণ এখন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়। এতে লাভ’ত দুরের কথা গুনতে হচ্ছে লোকসান। আর এই ক্ষতি’র জন্য তারা দায়ী করছেন অসাধু মিল মালিকদের সিন্ডিকেট ও চাহিদা পূর্ন থাকার পরেও বিদেশ থেকে লবণ আমদানি। এ অবস্থায় লবণ চাষী ও মালিকদের দাবী লবণের মূল্য আগের মতই রাখা হউক। যাতে করে লবণ শিল্প বেঁচে থাকে আর এই শিল্পের সাথে জড়িতরা রক্ষা পায়।
লবণ চাষীরা জানায়, বর্তমান সময়ে মাঠ থেকে উৎপাদিত লবণের দাম কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা। যা পক্রিয়া শেষে বাজারে বিক্রি হয় ৩৫ থেকে ৪০ টাকায়। এক কানি বা ৪০ শতক জায়গায় লবণ উৎপাদনে খরচ হচ্ছে ৮০ থেকে ৮৫ হাজার টাকা। কিন্তু লবণ চাষীরা পাচ্ছেন ৪৫ থেকে ৫০ হাজার টাকা। এছাড়া প্রতিমন লবণ উৎপাদনে খরচ হচ্ছে ৩০০ টাকা। কিন্তু ওই লবন তাদের বিক্রি করতে হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়।
বিসিক সুত্রে জানাযায়, ২০১৬-২০১৭ অর্থবছরে মন প্রতি লবণের দাম ছিল ৫০০ থেকে ৬০০ টাকা। ২০১৭-২০১৮ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। ২০১৮-২০১৯ সালে তা আরো কমে দাঁড়িয়েছে ১৭০ থেকে ১৬০ টাকায়। কিন্তু মাঠে মন প্রতি খরচ পড়ছে ৩০০ টাকা।
মন প্রতি ৫০০ টাকা থাকা লবণ ১৫০ টাকায় নেমে যাওয়ায় চরম লোকসানে পড়েছে চাষীরা। মহাজন থেকে নেয়া ঋণ কিভাবে পরিশোধ করবে তা নিয়ে চিন্তিত তারা। এর জন্য তারা দায়ী করছেন পটিয়া ও নারায়গঞ্জের কিছু অসাধু মিল মালিককে। যারা সিন্ডিকেট করে লবণের দাম কমিয়ে ফেলেছে। আর চাহিদা পূর্ণ থাকার পরেও বেশি লাভের আশায় বিদেশ থেকে লবণ আমদানি করে দেশি লবণের সাথে মিশিয়ে দিচ্ছে।
খুরুশকুলের লবণ চাষী নুরুচ্ছাফা বলেন, মৌসুমের শুরু থেকে আমরা যা আশঙ্কা করছিলাম তা আজ বাস্তবে দেখছি। সরকারকের বার বার বলার পরও বিদেশ থেকে লবণ আমদানি করা হচ্ছে। এ জন্য আমাদের লোকসানে পড়তে হল। পানির দামে লবণ বিক্রি করে মজুরীও তুলতে পারছি না।
পেকুয়ার লবণ চাষী জাফর আলম বলেন, এক দিকে লোকসান অন্যদিকে মহাজনের টাকা। দুই চিন্তায় আমরা এখন মহা বিপদে আছি। সরকারের কাছে দাবি জানাবো দ্রুত এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কওে লবণ চাষীদের মূখে হাসি ফোটাতে। কারণ না হলে চরম লোকসানে ঋণের বোঝা নিয়ে ঘরে ফিরতে হবে চাষীদের।
বাংলাদেশ লবণ চাষী সমিতির সভপতি এডভোকেট শহিদুল্লাহ চৌধুরী জানান, আগের বছরের লবণের দামের উপর নির্ভর করে চাষিরা অগ্রিম টাকা নিয়ে লবণের মাঠ করছে। এই অবস্থায় যদি ৫০০ টাকার লবণ ১৭০ টাকা হয় তাহলে চাষীরা মজুরীর টাকা পর্যন্ত উঠবেনা। তিনি আরো বলেন, গত কয়েক বছর বাহির থেকে লবণ আমদানি না করায় দেশে লবণের দাম ভাল ছিল। চাষিরাও সন্তুষ্ঠ ছিল। কিন্তু চাহিদা পূর্ণ থাকার পরেও ভেট আর কর দিয়ে বাহির থেকে লবন আমদানি করা হচ্ছে। অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় বিদেশী লবণের সাথে দেশি লবণ মিশিয়ে বিক্রি করছে। আর তারাই লবণের দাম কমিয়ে দিয়েছে। যার ফলে চরম দূরাবস্থায় পড়েছে লবণ চাষী ও মালিকেরা।
কক্সবাজার বিসিকের উপ-মহাব্যবস্থাপক দিলদার আহমদ চৌধুরী বলেন, সোডিয়াম সালফেট নামে লবণ আমদানি করছে। আসলে এ লবণে ক্যামিকেল রয়েছে। সোডিয়াম সালফেট আমদানিতে ভ্যাট কম। তাই অসাধু ব্যবসায়ীরা দেশীয় লবণের সাথে তা মিশ্রিত করে বাজারে ছাড়ছে। এতে অধিক লাভের জন্য তারা এ কাজ করছে। তাতেই দেশীয় লবণের দাম কমে আসছে। দেশে লবণের মজুদ থাকার পরও আমদানি করায় ক্ষতিরমুখে পড়েছে এ শিল্প। দ্রুত সময়ের মধ্যে এ নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলা হবে বলেও জানান তিনি।
প্রকাশ:
২০১৯-০৩-০২ ১৩:১৬:৫৫
আপডেট:২০১৯-০৩-০২ ১৩:১৬:৫৫
- চকরিয়ায় সাংবাদিক পরিচয়ে ওসির কাছ থেকে মোবাইলে চাঁদাদাবি, যুবক গ্রেফতার
- কেউ দলের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা”
- শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- চকরিয়ায় মালুমঘাট হারবাং বমুতে খ্রীষ্টানদের শুভ বড়দিনের উৎসব উদযাপন
- নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- চকরিয়ায় ডাকাতি,মলম পার্টি,গরু চোর ও নাশকতা মামলার ৭ আসামী গ্রেপ্তার
- হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তায় চকরিয়া মহাসড়কে বাড়ছে ছিনতাই
- কক্সবাজার প্রেসক্লাবের অবৈধ কমিটির অবৈধ নির্বাচন
- চকরিয়ার ফাঁসিয়াখালীতে সন্ত্রাসী হামলায় বিএনপির সেক্রেটারীসহ ২জনকে কুপিয়ে জখম
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- পেকুয়া এবিসি সড়কে সিএনজি-ডাম্পার গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-৫
পাঠকের মতামত: