ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা খালেদার আবেদনের বিষয়ে আদেশ ৮ মার্চ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানানো সংক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 1488709892আবেদনের ওপর হাইকোর্টের শুনানি শেষ হয়েছে। 

আগামী ৮ মার্চ এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের ডিভিশন বেঞ্চ।  

খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মোহম্মদ আলী ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানি করেন।

ঢাকা বিশেষ জজ আদালত-৩ এ মামলাটি বিচারাধীন রয়েছে। এই বিচারকের প্রতি অনাস্থা জানানো আবেদন খারিজ করে দেন বিচারক আবু আহম্মদ জমাদার।

ওই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।

পাঠকের মতামত: