ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

‘জিয়ার সমাধি সরানোর ষড়যন্ত্র করছে সরকার’

fakhrulj4-1420344839নিউজ ডেস্ক :::

সরকার প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি সরানোর ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে প্রোথিত হয়ে আছে এবং কোনো ষড়যন্ত্রই তাকে বাংলাদেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। শুক্রবার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন ফখরুল। মির্জা ফখরুল বলেন, এই সরকার অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে, মুক্তিযুদ্ধের যারা মূল নায়ক, বিশেষ করে মুক্তিযুদ্ধের ঘোষণা যিনি দিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম, তার চিহ্ন বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলার জন্য। কিন্তু এটা কোনোদিনই সম্ভব হবে না। বিএনপি মহাসচিব আরও বলেন, মাজার বলুন, পদক বলুন বা অন্য কোনো কিছু বলুন, এটা এ দেশের মানুষ কোনো দিনই মেনে নেবে না। আর সেই ধরনের কোনো হঠকারী কাজ করতে হলে বাংলাদেশের জনগণ সেটা কখনোই মেনে নেবে না। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা বিএনপি মহাসচিবের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পাঠকের মতামত: