ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

`জিয়ার প্রশংসা সিইসির কৌশল’

CEC_picডেস্ক নিউজ :
সংলাপের সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রশংসা করা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কৌশল হতে পারে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব খাদ্য দিবসের এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন দাবি করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে নির্বাচনে আনতে এটি সিইসি নুরুল হুদার একটি কৌশল হতে পারে। বিএনপির এখন খুশি খুশি ভাব। এটা যেন নির্বাচন পর্যন্ত বজায় থাকে। আমরা নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষতা প্রত্যাশা করি, অনুগ্রহ নয়।’

সিইসির মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগ জানতে চাইবে জানিয়ে তিনি বলেন, ‘তিনি (সিইসি) এটি প্রেস ব্রিফিংয়ে বলেননি। বলেছেন ভেতরে। আমরাও মিটিংয়ে যাব। তখন আমরা জানতে চাইব তিনি আসলে কী বলেছেন।’

উল্লেখ্য, রোববার বিএনপির সঙ্গে সংলাপের সময় সিইসি কে এম নুরুল হুদা বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় ভালো ভালো কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।

পাঠকের মতামত: