ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

জনবল সংকটে কুতুবদিয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিস

আবু আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া ::

কুতুবদিয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসে জনবল সংকট । দীর্ঘদিন ধরে জনবল সংকট থাকায় অফিসিয়াল কার্যক্রম ও খেলাপী ঋণ আদায়ে মারাত্বক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে ।  উপজেলা পল্লী উন্নয়ন অফিসে ১৪টি পদে জনবল থাকার কথা থাকলেও ৬টি পদে জনবল কর্মস্থলে আছেন।

 অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা একজন বর্তমানে কর্মরত আছেন। সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা একজনের পদটি শুন্য, জুনিয়র অফিসার হিসাব একজনের পদটি শুন্য। অফিস সহকারি একজন বর্তমানে কর্মরত আছেন। হিসাব সহকারি একজনের পদটি শুন্য। মাঠ পরিদর্শক সাত জনের স্থলে বর্তমানে কর্মরত আছেন তিনজন। অফিস সহায়ক একজন বর্তমানে কর্মরত আছেন। নৈশ প্রহরী একজনের পদটি শুন্য। অফিস সূত্রে জানা গেছে, মোট ১৪টি পদের মধ্যে ৬টি পদে জনবল আছে। বাকি ৮টি পদে জনবল শুন্য রয়েছে।

কুতুবদিয়া উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) নন্দ দুলাল সাহা জানান, দীর্ঘদিন ধরে কুতুবদিয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসে জনবল সংকট থাকার পরও যথারীতি কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। বর্তমানে অনানুষ্টানিক দল ১৬০টি সমিতি রয়েছে। এসব সমিতির মধ্যে মূল কর্মসূচী,আবর্তক,কৃষি ঋণ কর্মসূচী,সদাবিক,পল্লী প্রগতি প্রকল্প,অসচ্ছল মুক্তিযোদ্ধা প্রকল্পসহ চলমান ঋণ পর্যায়ক্রমে এক কোটি ৫৩ লাখ টাকা ঋণ মাঠে রয়েছে। এ ছাড়াও খেলাপী ঋণ রয়েছে ৯৫লাখ টাকা।

তিনি আরো জানান, অত্র দপ্তরে  জনবল সংকট থাকায় চলমান ঋণ আদায় হচ্ছে না। তার পাশাপাশি খেলাপী ঋণও আদায় হচ্ছে না। তারই মাঝে বিদ্যুৎ সমস্যা থাকায় ডিজিটালের কোন ধরণের ছোয়া লাগেনি। সরকারিভাবে দাপ্তরিক কর্মকান্ড পরিচালনার জন্য অত্র অফিসে কম্পিউটার দিলেও তা কোন সময়ে ব্যবহার হয়নি। বিদ্যুৎ সমস্যা ও জনবল উভয়ই সংকটের ফলে চরম দূর্ভোগ পোহাতে হাচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন অফিসে।

পাঠকের মতামত: