লোহাগাড়া প্রতিনিধি :: চট্টগ্রাম নগরীতে উদ্ধার হওয়া ১১টি পাখি অবমুক্ত করা হয়েছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের বনাঞ্চলে। শুক্রবার (৮ জুলাই) বিকেলে পাখিগুলো অবমুক্ত করেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন।
তিনি জানান, গত ৫ জুলাই নগরীর অক্সিজেন এলাকা থেকে চট্টগ্রাম বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ পাখিগুলো উদ্ধার করে।
এগুলোর মধ্যে রয়েছে ৯টি টিয়া ও ২টি ঘুঘু পাখি। উদ্ধারকৃত পাখিগুলো পর্যবেক্ষণের পর চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। দেশীয় পাখি খাঁচায় বন্দি করে লালন-পালন, বিক্রি ও ধরা আইনত অপরাধ।
পাঠকের মতামত: