ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

চবি সংবাদদাতা ::  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় আমানত হলের সামনে এই ঘটনা ঘটে। এতে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন ইতিহাস বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের নাহিয়ান হায়দার ও ১৮-১৯ শিক্ষাবর্ষের মো. আরাফাত।

বিবাদমান ছাত্রলীগের গ্রুপ দুটি হচ্ছে- বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও সিএফসি। এর মধ্যে সিএফসি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সিক্সটি নাইন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছে। তাদেরকে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

পাঠকের মতামত: