ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে পশু কোরবানী দিতে গিয়ে ৪০জন আহত

চট্টগ্রাম প্রতিনিধি ::::
চট্টগ্রামে কোরবানী পশু জবাই দিতে গিয়ে ৪০জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে নিজ নিজ এলাকায় সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে সামর্থ্য অনুযায়ী গবাদি পশু কোরবানি দিয়েছেন মুসলামানরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁডির নায়েক পঙ্কজ বডুয়া জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পশু জবাই দিতে গিয়ে আহত হয়ে কমপক্ষে ৪০ জনের মতো হাসপাতালে এসেছেন। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা শেষ করে বাড়ী ফিরে গেছেন। তার মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে।
নগরী ছাড়াও চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে মানুুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তবে, আহতদের মধ্যে প্রায় সবাই আশংকা মুক্ত বলেও জানান তিনি।

পাঠকের মতামত: