নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। তাদের বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায় বলে জানা গেছে।
আজ শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খৈয়াছড়া ঝরনা থেকে গোসল করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায়। হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার এসআই সৈয়দ আহমদ।
তিনি পূর্বকোণকে বলেন, চট্টগ্রাম থেকে খৈয়াছড়া ঝরনায় যাওয়ার পথে একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ১২ যাত্রী নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন বড়তাকিয়া এলাকা ক্রস করার সময় মাইক্রোবাসটি লাইনে উঠে যায়। এ সময় ইঞ্জিনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়।
পাঠকের মতামত: