চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে ১০ম আর্ন্তজাতিক উইম্যান এসএমই এক্সপো বাংলাদেশ ২০১৬। আজ মঙ্গলবার থেকে মেলার কার্যক্রম শুরু হলেও মূলত ৫ নভেম্বর বিকাল ৩টায় নগরীর পলোগ্রাউন্ড মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।বারের মেলায় ১৫টি প্যাভেলিয়নে মোট ৩০০ টি দেশী বিদেশী স্টল থাকছে। এর মধ্যে ১০০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে দুস্থ নারীদের জন্য।এ উপলক্ষে আজ সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলা কমিটির চেয়ারম্যান ও উইম্যান চেম্বারের পরিচালক আবিদা মোস্তফা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মহিলা উদ্যোক্তাদের উৎপাদিত পন্যের বাজার সম্প্রসারন ও প্রচার প্রসারের লক্ষ্যেই এ মেলার আয়োজন। এবারকার মেলায় সহযোগি প্রতিষ্ঠান হিসেবে থাকছে ইপিবি,এফবিসিসিআই,এসএমই ফাউন্ডেশন,জেডিপিসি ও বাংলাদেশ ব্যাংক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উইম্যান চেম্বারের সভাপতি কামরুন মালেক,সিনিয়র সহ সভাপতি গুলশানা আলী,সহ সভাপতি আইভি হাসান,মেলা কমিটির কো চেয়ারম্যান কাজী তুহিনা নুর আক্তার জাহান,নিশাত ইমরান প্রমুখ।
পাঠকের মতামত: