ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়া সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে বেলুন ও পায়রা উড়িয়ে চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্টানের উদ্বোধন করেন প্রধান অতিথি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।

চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ.কে.এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন-চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, চকরিয়া কলেজের অধ্যাপক সাহাব উদ্দিন, অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া, অধ্যাপক মোক্তার আহমদসহ শিক্ষক-শিক্ষিকারা।

পরে অতিথিরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন।

পাঠকের মতামত: