ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচদিন ব্যাপী হস্তশিল্প ও দেশীয় পণ্য মেলা শুরু

নারী উদোক্তাদের তৈরী ১৪২ আইটেমের
কারুশৈলী শোভা পাচ্ছে এবারের মেলায়

এম জিয়াবুল হক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শিল্পবান্ধব নারী উদ্যোক্তা সংগঠন চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতির আয়োজনে ৫ দিন ব্যাপি “হস্তশিল্প ও দেশীয় পণ্য মেলা-২০২৩ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাতে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে মেলার শুভ ” উদ্বোধন করেন কক্সবাজার -১ ( চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

চকরিয়া হস্তশিল্প সমিতির সভাপতি শারমিন জন্নাত ফেন্সির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী , চকরিয়া উপজেলা নির্বাহী (কর্মকর্তা) জেপি দেওয়ান, চকরিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আলমগীর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো তফিকুল আলম, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো রাহাত উজ জামান, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তানিয়া আফরিন, চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো ও জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী।

চকরিয়া হস্তশিল্প মেলা কমিটির সদস্য সচিব রাজিফুুল মোস্তফা রাজিফের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, মেলা পরিচালনা কমিটির আহবায়ক সাংবাদিক আবুল মনসুর মোঃ মহসিন, কমিটির উপদেষ্টা চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র মুজিবুল হক, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম হিমু, পৌর কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ, পৌর কাউন্সিলর এম নুরুস শফি, হস্তশিল্পের সম্পাদক নারী সংগঠক ইশরাত হোছাইন এলি, সহসভাপতি রুনা আকতার, কোষাধ্যক্ষ আসমাউল হোসনা লাভলী, নারী উদ্যোক্তা ফাতেমা বেগম রানী, ফারাজানা শিরিন জাহান, তাসমিয়া হোছাইন শৈলী, রাবেয়া ফেরদৌস রাবু, রুজিনা আকতার, খাদিজা বেগম লোপা, লতিফা হোছাইন মিতুসহ নেতৃবৃন্দ।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চকরিয়া হস্তশিল্প সমিতির সভাপতি শারমিন জন্নাত ফেন্সি বলেন, উপজেলার নারী উদ্যোক্তাদের বৃহৎ এ সংগঠনের মাধ্যমে চকরিয়া হস্তশিল্পের সাথে তিনশো নারী উদ্যোক্তা নিরলসভাবে কাজ করছেন। বিশেষ করে এই অঞ্চলের পিছিয়ে পড়া নারীদের কর্মদক্ষতার মাধ এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০২০ সালে চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতি গঠিত হয়। সেই থেকে এই সংগঠনের সফল নারী উদ্যেক্তারা অনলাইন ও অফলাইনের মাধ্যমে নিজেদের তৈরি পণ্য বিক্রি করে ব্যক্তিগত ও পারিবারিক ভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে আমরা চকরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পৃষ্ঠপোষকতায় হস্তশিল্প মেলার আয়োজনের মাধ্যমে আমাদের কর্মদক্ষতা ও পণ্য সামগ্রী জনসাধারণের কাছে তুলে ধরতেই কাজ করছি।

শারমিন জন্নাত ফেন্সি আরও বলেন, এবারের মেলায় নারী উদোক্তাদের হাতের তৈরি করা ১৪২ আইটেমের পন্য সামগ্রী ক্রেতাদের কাছে উপস্থাপন করা হবে। আশাকরি ক্রেতাসাধারণ আমাদের তৈরি হস্তশিল্পের দেশীয় পণ্য কিনে গৃহস্থালি কাজের পাশাপাশি নিজের বাড়ি মনের মাধুরী দিয়ে সাজাতে পারবেন।

মেলা কমিটির সভাপতি সাংবাদিক মনসুর মহসিন বলেন, আগামী ৭ জানুয়ারি শনিবার পর্যন্ত চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ( পাইলট হাইস্কুল) মাঠ চলবে এ মেলা। অনুষ্ঠিতব্য মেলায় উদ্যোক্তাদের হাতের তৈরি বিভিন্ন পণ্যের স্টল ছাড়াও দেশীয় পণ্যের সমাহার নিয়ে শতাধিক স্টল অংশ নিয়েছেন।

পাঠকের মতামত: